ঢাকাFriday , 23 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজা’ উপাধি দিলে ভালো হতো, পাকিস্তানের সেনাপ্রধানের সমালোচনায় ইমরান খান

admin
May 23, 2025 12:23 pm
Link Copied!

Spread the love

পাকিস্তানে সেনাপ্রধান আসিম মুনিরকে গত সপ্তাহে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয় দেশটির সরকার। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বীরত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেনারেল থেকে ফিল্ড মার্শাল বানানো হয়। তবে সরকারের এ সিদ্ধান্ত নিয়ে নাখোশ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘রাজা’ উপাধি দিলে ভালো হতো। তার মতে, পাকিস্তানে এখন ‘জঙ্গলের শাসন’ চলছে। আর জঙ্গলে শুধুমাত্র একজন রাজাই থাকেন।

 

https://www.facebook.com/jahidal.hasan.3950?mibextid=rS40aB7S9Ucbxw6v

 

 

কারাবন্দি ইমরান খান তার এক্স অ্যাকাউন্টে শুক্রবার (২৩ মে) লিখেছেন, “মাশাল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল বানানো হয়েছে। সত্যি বলতে, যদি তাকে ফিল্ড মার্শাল পদ না দিয়ে রাজা উপাধি দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। কারণ এ মুহূর্তে— দেশ জঙ্গলের আইনে চলছে। আর জঙ্গলে, শুধুমাত্র একজন রাজাই থাকেন।”

 

বিভিন্ন মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন ইমরান খান। খবর বেরিয়েছে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে তার সমঝোতা হয়েছে। তবে এ খবরকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়েছেন ইমরান। তিনি বলেছেন, “কোনো সমঝোতা হয়নি। কোনো আলোচনাও চলছে না। এগুলো ভিত্তিহীন মিথ্যা খবর।”

 

 

 

 

তবে সেনাবাহিনীকে তার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “দেশ এখন বহিঃহামলারে মুখে, সন্ত্রাসবাদে উত্থান দেখা যাচ্ছে। সঙ্গে অর্থনৈতিক মন্দা চলছে।”

 

এদিকে ইমরান খানের কারাবন্দির পেছনে সেনাপ্রধান আসিম মুনিরের হাত আছে বলে অভিযোগ করে তার দলটি। ২০২৪ সালে দেশটির জাতীয় পরিষদ নির্বাচনেও ইমরানের দলকে দলীয় প্রতীকে নির্বাচন করতে দেওয়া হয়নি। এক্ষেত্রেও আসিম মুনিরকে অভিযুক্ত করা হয়।