
নটর ডেমের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: ১২ মে ২০২৫, ২৩: ১৫
ফলো করুন
ঝুলন্ত মরদেহ
ঝুলন্ত মরদেহপ্রতীকী ছবি
রাজধানীর কমলাপুরে জসীমউদ্দীন রোডের একটি ভবন থেকে মো. আরাফাত রহমান (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধর করেছে পুলিশ। আরাফত নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
আজ সোমবার সন্ধ্যায় জসীমউদ্দীন রোডের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সে আত্ম
হত্যা করেছে।
ওই বাসায় আরাফাতসহ তিনজন মেস করে থাকত। তাদের একজন রিমন চৌধুরী জানায়, তারা তিন বন্ধু মিলে ওই বাসায় মেসে থাকত। সন্ধ্যার দিকে আরাফাতের কক্ষ বন্ধ দেখে ডাকাডাকি করে তারা। কোনো সাড়া না পেয়ে ভবনের কেয়ারটেকারের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে আরাফাতকে ফ্যানের সঙ্গে চাদর প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরাফাতের বাবা আব্দুল আল মামুন চট্টগ্রাম বন্দরে চাকরি করেন। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকা প্রসাদ গ্রামে।